লেবাননের রকেট হামলার জবাবে ইসরাইল মঙ্গলবার সকালে দেশটিতে কামান হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
টুইটার বার্তায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়,‘লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দু’টি রকেট হামলা চালানো হয়। রকেট দু’টির একটি ইসরাইলের আইরন ডোম এয়ারিয়াল ডিফেন্স সিস্টেম ঠেকিয়ে দেয় এবং অপর রকেট ইসরাইলের অভ্যন্তরে একটি ফাঁকা এলাকায় আঘাত হানে।’
এসব রকেট হামলার জবাবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী লোবাননে কামানের গোলা বর্ষণ করে।
লেবানন থেকে সর্বশেষ গত মে মাসে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছিল। গাজা উপত্যকায় ইসরাইল ও ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে ১১ দিনের সংঘাত চলাকালে ওই হামলা চালানো হয়।