সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আকাশে ইসরাইলের ছোড়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।
যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সরকারপন্থী গ্রুপের অবস্থান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পরিবেশিত খবরে একথা বলা হয়েছে।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ইসরাইলি শত্রু আলেপ্পোর দক্ষিণ পূর্বাঞ্চলের আল-সাফিরা এলাকার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তারা আরো জানায়, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ গুলি করে ভূপাতিত করে।’
এসব ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তারা জানায়।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস জানায়, ক্ষেপণাস্ত্র গুলো আল-সাফিরা এলাকায় অবস্থিত সায়েন্টিফিক স্টাডিজ রিসার্চ সেন্টারের কাছে আঘাত হানে। এতে সেখানে ইরানপন্থী গ্রুপ ব্যবহৃত বিভিন্ন ঘাঁটি ও একটি অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে।
তারা আরো জানায়, এসব ক্ষেপণাস্ত্র হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।