দক্ষিণ আফ্রিকায় এ মাসের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। আগের দিন ঘোষিত ২৭৬ জন থেকে মৃতের সংখ্যা এক লাফে বেড়ে ৩৩৭ জনে দাঁড়ালো। খবর এএফপি’র।
প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী খুমবুদজোনতশাভানি বলেন, ‘দক্ষিণ আফ্রিকান পুলিশ গাউতেং প্রদেশে সহিংসতা সংশ্লিষ্ট মৃতের সংখ্যা সংশোধন করে ৭৯ জনের এবং কওয়াজুলু-নাতালে ২৫৮ জনের কথা জানিয়েছে।’
তারা আরো জানায়, সহিংসতা চলাকালে মারাত্মকভাবে আহত লোকজন পওে মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে যায়।