ভারতে প্রবল বর্ষণে কমপক্ষে ৭৬ জনের প্রাণহানি ঘটেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে শনিবার সংবাদ সংস্থা এএফপি জানায়, ভারী বৃষ্টিপাতের ফলে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিধস, বন্যা ও একটি ভবন ধসের ঘটনা ঘটেছে।
মহারাষ্ট্র রাজ্য সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বৃষ্টির পানি উচ্চ জোয়ারের সাথে মিলে বাঁধগুলি তলিয়ে গেলে বিভিন্ন জেলায় বন্যা সৃষ্টি হয়।
খবওে বলা হয়, বৃহস্পতিবার থেকে বর্ষণে একটি ভবন ভেঙে পড়ে ও বেশ কয়েকটি ভূমিধস হয়, এতে করে কয়েক ডজন বাড়ি কাধাঁচাপা পড়ে। ৫৯ ব্যক্তি এসব ঘটনায় নিখোঁজ রয়েছে।