চীনে ২০১৯ সালের ডিসেম্বরে মহামারী করোনাভাইরাসের প্রদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে ২০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০৭০০ টা পর্যন্ত বিভিন্ন দেশের দেয়া সরকারি সূত্রের ওপর ভিত্তি করে তৈরি এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
উপাত্ত অনুযায়ী, করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বর্তমানে অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উচ্চ সংক্রামক করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক হাড়ে ছড়িয়ে পড়ার কারণে এমনটা ঘটছে। তবে মৃতের সংখ্যা অপেক্ষাকৃত ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে।