চীন চলতি বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশকে ২শ’ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন এবং কোভ্যাক্সকে ১০ কোটি মার্কিন ডলার দেবে।
কোভিড-১৯ সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের প্রথম বৈঠকে লিখিত এক বার্তায় চীনেরর প্রেসিডেন্ট শিজিনপিং বৃহস্পতিবার এমন প্রতিশ্রুতি দেন। খবর সিনহুয়ার।