জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পুনরায় লেবানন ও ইসরাইল সীমান্ত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।
গুতেরেসের প্রেস দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব ইসরাইলে রকেট হামলা এবং লেবাননে পাল্টা বিমান ও কামান হামলাসহ লেবানন ও ইসরাইলের মধ্যে ব্লু লাইন বরাবর সাম্প্রতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন।’
ব্লু লাইন হচ্ছে ২০০০ সালে জাতিসংঘ প্রকাশিত লেবানন ও ইসরাইলের মধ্যে একটি সীমান নির্ধারণী চিহৃ।
প্রেস দপ্তর জানায়, মহাসচিব সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য বজায় রাখার এবং লেবাননে জাতিসংঘ অন্তবর্তী বাহিনীর সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন।গুতেরেস শুক্রবারও একই ধারনের আহ্বান জানান।