মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগান নেতৃবৃন্দকে তালেবানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে তার কোন অনুশোচনা নেই।
সাংবাদিকদের বাইডেন মঙ্গলবার বলেন, আফগান নেতাদের একত্রিত হতে হবে। তাদের নিজেদের জন্যই নিজেদের লড়াই করতে হবে।
বাইডেন আরো বলেন, যুক্তরাষ্ট্র আফগান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তবে দ’দশকের যুদ্ধের পর ৩১ আগস্টের মধ্যে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তার কোন অনুশোচনা নেই বলেও তিনি উল্লেখ করেন।