পেরুতে মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পাহাড়ি খাড়া রাস্তা থেকে বাসটি ছিটকে নিচে পড়ে গেলে এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। বিগত চার দিনের মধ্যে এটি হচ্ছে দেশটির তৃতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কারাতারা সেন্ট্রাল সড়কের সরু অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কমান্ডার কেসার কার্ভান্তেস বলেন, ‘ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছেন।’
পুলিশ জানায়, নিহতদের মধ্যে ছয় বছরের এক ছেলে ও তিন বছর বয়সের এক কন্যা শিশু রয়েছে।
বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।
টুইটার বার্তায় পুলিশ বিভাগ জানায়, সম্ভাব্য জীবিত এবং মৃতদের উদ্ধারে অনুসন্ধান ও অভিযান চালানো হচ্ছে।