ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-০৯-০৫
  • ৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের টেলিযোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদস্য-পদ লাভের ৪৮ বছরপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে। 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রোববার বেলা পৌণে ১২টার দিকে রাজধানীর সচিবালয়স্থ তার কার্যালয় থেকে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এ সময় ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করা হয়। মন্ত্রী এ সংক্রান্ত একটি সীলমোহর ব্যবহার করেন।
উল্লেখ্য, আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৩ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি-সম্পন্ন নেতৃত্বে সদ্য স্বাধীন-সার্বভৗম বাংলাদেশ আইটিইউ’র সদস্য পদ অর্জন করে। এর মধ্যদিয়ে উন্মোচিত হয়  টেলিযোগাযোগ-দুনিয়ায় বাংলাদেশের স্বর্নালী দ্বার।
এদিকে, মোস্তাফা জব্বার স্মারক ডাকটিকেট অবমুক্তের পর এ সংক্রান্ত একটি বিবৃতিও প্রদান করেন। তিনি বিবৃতিতে বলেন, আইটিইউ’র সদস্য-পদ অর্জন ছিল  বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফসল। টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন ও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার জন্য বেতার তরঙ্গ নির্ধারণ, স্যাটেলাইট অরবিট বরাদ্দকরণ এবং টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নে নিয়োজিত জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থার মূল কাজ বলে মন্ত্রী  বিবৃতিতে উল্লেখ করেন।
রোববার বিকেলে ডাক ও টেরিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এসব কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বার উইসিস সম্মেলনে চেয়ারপার্সনের দায়িত্ব পালনের বিরল গৌরব অর্জন করেছেন।
স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড  আজ রোববার থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যূরো এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat