জাপানের ক্ষমতাসীন দল বুধবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদাকে তাদের নতুন নেতা নির্বাচিত করেছে। এরফলে তিনিই হতে যাচ্ছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মৃদ-ভাষী মধ্যপন্থী নেতা ফুমিও কিশিদা এবার প্রধানমন্ত্রী ইয়োশিহিত সুগার উত্তরাধিকারী তারো কোনোকে পরাজিত করেন। তবে এ নির্বাচনে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। মাত্র এক বছর প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের পর সুগা পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
৬৪ বছর বয়সী এ নেতা আগামী ৪ অক্টোবর পার্লামেন্ট নির্বাচনে জাপানের নতুন প্রধানমন্ত্রী হবেন এবং পরে তিনি দেশের সাধারণ নির্বাচনে তার দলের নেতৃত্ব দেবেন। আগামী নভেম্বর নাগাদ অবশ্যই এ নির্বাচন করতে হবে।