ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ মঙ্গলবার আর্ন্তজাতিক অঙ্গনে ব্লকের ভূমিকা নিয়ে কৌশলগত আলোচনা করেছেনে।
আফগানিস্তানের সাস্প্রতিক পরিস্থিতি, এইউকেইউএসের সাথে নিরাপত্তা অংশীদারিত্ব এবং চীনের সাথে ইইউ’র সম্পর্ক মূল্যায়নের আলোকে এবং ইইউ ওয়েস্টার্ন বলকান্স এর শীর্ষ সম্মেলনের আগে আগে ক্রঞ্জে কৌশলগত এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে হাজির হয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল সাংবাদিকদের বলেছেন, আমরা সম্পূর্ণভাবে বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা নিশ্চিত আমাদের শক্তিশালী অংশীদার ও মিত্র দরকার।
এদিকে বুধবার ইইউ নেতৃবৃন্দ পশ্চিমাঞ্চলীয় ছয় বলকান অংশীদারের সাথে বৈঠক করবে। আশা করা হচ্ছে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনিয়া, সার্বিয়া, মন্টেনিগ্রো, নর্থ ম্যাসিডোনিয়া এবং কসোভো এই ছয় বলকান রাষ্ট্র ইইউতে যোগ দেবে।
তাদের সাথে বৈঠকে শক্তিশালী, স্থিতিশীল ও ঐক্যবদ্ধ ইউরোপের জন্য ওই অঞ্চলের পুনরুদ্ধার, টেকসই উন্নয়ন, নিরাপত্তা সহযোগিতা দৃঢ় ও ইইউ’র সাথে সম্পর্ক জোরদারের বিষয়গুলোর ওপর আলোকপাত করা হবে।
মিশেল তার আমন্ত্রণ পত্রে এসব উল্লেখ করে আরো বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা জোরদার ও আঞ্চলিক দ্বন্দ্ব নিরসন নিশ্চিতে এটি হবে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক।