মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করায় ফিলিপাইনের অনুসন্ধানী সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ এ বছরের নোবেল শান্তি পুরস্কার লাভ করায় তাদের অভিনন্দন জানিয়েছেন।
বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘রেসা এবং মুরাতভ অক্লান্ত এবং নির্ভীকভাবে সত্যকে তুলে ধরেছেন। তারা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি উম্মোচন এবং ম্বচ্ছতার দাবিতে কাজ করেছেন।’তিনি বলেন, ‘তারা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা এবং যারা বল প্রয়োগ করে মিডিয়া স্তব্ধ করে দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।’