পেরুর আরিকুইপা অঞ্চলের দক্ষিণে একটি বাসের সঙ্গে অপর দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত এবং ২০ জনের বেশী আহত হয়েছে।
তুতি ট্যুর কোম্পানির বাসটি ক্যাভলোমা প্রদেশ থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দু’ুিট গাড়ির ওপর আছড়ে পড়ে। পুলিশের বরাত দিয়ে রেডিও প্রোগ্রাম অব পেরু এ কথা জানায়।স্থানীয় মিডিয়া জানায়, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং অপর দুইজন সান জুয়ান ডি ডিয়োস মেডিকেল সেন্টারে মারা য়ায়।আহতদের মধ্যে ১৬ জনকে মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে ৬ জনের বয়স ১০ বছরের নিচে। স্থানীয় কর্তপক্ষ ঘটনার তদন্ত করছে।