যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মঙ্গলবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে এবং দেশটিকে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার মতো আর কোনো কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।’
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আজ সকালে জাপান সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে অবগত রয়েছি এবং কোরিয়া প্রজাতন্ত্র ও জাপানের সাথে ঘনিষ্ঠভাবে পরামর্শ করেছি।’ খবর এএফপি’র।
এতে আরো বলা হয়, এই ঘটনা মার্কিন কর্মী, অঞ্চল অথবা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করে নাই।