তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আঙ্কারায় জার্মানির রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দেয়ায় জার্মানি সোমবার উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্কের বিরোধী নেতা ওসমান কাভালারকে সমর্থন করায় তুরস্কসহ আরো নয়টি দেশের রাষ্ট্রদূতকেও অনুরূপ হুমকী দেয়া হয়েছে। খবর এএফপি’র।
জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সিবার্ট সাংবাদিকদের বলেন, “তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যে আমরা উদ্বিগ্ন ও বিস্মিত।” তিনি বলেন, বার্লিন অনুরূপ হুমকিপ্রাপ্ত দেশগুলোর সাথে ঘনিষ্ঠ পরামর্শে রয়েছে।
সিবার্ট বলেন, যদি এরদোগান কূটনীতিকদের বহিষ্কার করেন, তা ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার অনুকূল নয়।
এরদোগান শনিবার কারাবন্দী কাভালাকে সমর্থন করে যৌথ বিবৃতি দেয়ায় জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১০ টি দেশের রাষ্ট্রদূতকে ‘ পারসোনা নন গ্রাটা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।