সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের একটি পেট্রোল স্টেশনে এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। এর ফলে আশপাশের গাড়ি ও রাস্তায় লোকজন দগ্ধ হয়েছে। একজন উদ্ধারকর্মী ও নার্স শনিবার এ কথা জানান। খবর এএফপি’র।
রেড ক্রস থেকে উদ্ধারকর্মী এএফপিকে বলেন, ‘আমরা গতরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে আমাদের অ্যাম্বুলেন্সে করে ৮০ টি লাশ উদ্ধার করেছি’।
যে হাসপাতালে নিহতদের নিয়ে যাওয়া হয়েছে, সেখানের একজন নার্স এএফপিকে মৃতদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন ‘গুরুতর আহত’ অনেক নারী, পুরুষ ও শিশুদের সেবা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সড়ক দুর্ঘটনার পর স্টেশনের একটি গাড়িতে আগুন লেগে গেলে এই দুর্ঘটনাটি ঘটে।
এরপর আগুনের শিখা এলাকায় ছড়িয়ে গাড়িতে এবং নিকটবর্তী রাস্তায় লোকজনকে অগ্নিদগ্ধ করে। সিয়েরা লিওনের ভাইস-প্রেসিডেন্ট মোহামেদ জুলদেহ জালোহ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।