জাপানের রাজকুমারী মাকো সাধারণ এক পরিবারের সন্তানের সঙ্গে প্রেমে জড়িয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিলেন সব রাজকীয়তা। বিয়ে করে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে।
সেখানে তিনি ও তার স্বামী শুরু করবেন নতুন জীবন। রবিবার নতুন জীবনসঙ্গী কেই কোমুরোকে নিয়ে একটি বাণিজ্যিক ফ্লাইটে করে নিউইয়র্কের উদ্দেশে টোকিও ছেড়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অসাধারণ এক প্রেমকে গত ২৬ অক্টোবর পরিণয়ে রূপ দেন জাপানের এই রাজকুমারী। বর্তমান সম্রাটের ভাতিজি মাকো। তার প্রেমিক কোমুরোর বয়স বর্তমানে ৩০ বছর। রবিবার টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সামনে দিয়ে নিউইয়র্কের উদ্দেশে এএনএর একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন তারা।
জাপানের আইন ও দেশটির রাজপরিবারের নিয়ম অনুযায়ী, পরিবারের কোনো নারী যদি সাধারণ কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রে তাকে রাজকীয় পদ-পদবি ও মর্যাদা ত্যাগ করা বাধ্যতামূলক। তবে রাজপরিবারের পুরুষদের ক্ষেত্রে এই আইন কার্যকর নয়। এই কারণেই মাকোকে ছাড়তে হলো সব মর্যাদা।