ইরানের ইস্পাহানে একটি শুকিয়ে যাওয়া নদী পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছে লাখো মানুষ। জায়ান্দাহ রুদ নামের নদীটি এ অঞ্চলের অন্যতম প্রধান নদী ছিল। শুক্রবার (১৯ নভেম্বর) এখবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েক ডজন ভিডিওতে দেখা গেছে, নদীটি যেখানে বইত সেখানে বিক্ষোভকারীরা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন।
নদীর শুষ্কতা প্রদেশের কয়েক হাজার কৃষকের জীবিকাকে সরাসরি প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে। মূল নদীটি বছরের পর বছর ধরে পানির ঘাটতি এবং খরার সম্মুখীন হয়েছে। কিন্তু কর্মকর্তারা এখনো সমস্যার টেকসই সমাধান খুঁজে পাননি।