যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে রোববার ক্রিসমাস প্যারেডে গাড়ি তুলে দিলে অন্তত পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়।
পুলিশ সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, উইসকনসিন রাজ্যের ওয়াকিশাতে বার্ষিক প্রথা মেনে ক্রিসমাস প্যারেড চলছিল। সেখানেই একটি এসইউভি দ্রুতবেগে এসে প্যারেডে অংশগ্রহণকারীদের চাপা দিয়ে চলে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
ওয়াকিশার পুলিশ বিভাগের এক বিবৃতিতে পাঁচজনের প্রাণহানি ও ৪০ জনের আহতের খবর নিশ্চিত করে বলা হয়েছে, এ সংখ্যা আরো বাড়তে পারে।
সন্দেহভাজন একজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।