বেলজিয়ামের প্রধানমন্ত্রী ও তার চার মন্ত্রী সোমবার থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিয়ান কাস্টেক্স কোভিড-১৯ পজেটিভ হওয়ার পর তারা কোয়ারেন্টাইনে গেলেন। দেশটির সরকারের দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
ওই বিবৃতিতে বলা হয়, ‘তাদের পিসিআর টেস্ট করা হবে এবং এ পরীক্ষার ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত তারা কোয়ারেন্টাইনে থাকবেন।’ ফরাসি প্রধানমন্ত্রী ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে তাদের এক বৈঠকে অংশগ্রহণের কয়েক ঘণ্টা পর এমন বিবৃতি দেয়া হলো।