মালয়েশিয়ায় আরো ৫ হাজার ৪৩৯ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৩৮ হাজার ২২১ জন।
নতুন আক্রান্তের মধ্যে ২১ জন বিদেশ থেকে সংক্রমিত হয়ে এসেছেন এবং ৫ হাজার ৪১৮ জন দেশে আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।
এদিকে, করোনায় আরো ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৭৪ জন। সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছে ৬ হাজার ৮০৩ জন, মোট সুস্থ্য হয়েছেন ২৫ লাখ ৪৪ হাজার ৭ জন।
প্রায় ৬৩ হাজার ৭৪০ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন, ৫০০ জনকে নিবির পরিচর্যায় রাখা হয়েছে। এদের মধ্যে ২৫৮ জনের শ্বাস-প্রশ্বাসে জটিলতা রয়েছে।
বুধবার দেশটিতে ১ লাখ ৪২ হাজার ৬০৭ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে, জনসংখ্যার অন্তত ৭৯.২ শতাংশ অন্তত এক ডোজ ভ্যাকসিন পেয়েছে এবং ৭৭.৮ শতাংশ ভ্যাকসিনের পুরো ডোজ সম্পন্ন করেছে।