দক্ষিণ আফ্রিকায় কোভিড সংক্রমণ শুক্রবার নাগাদ ৩০ লাখ ছাড়িয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের কারনে সংক্রমণ বাড়ছে।
দেশটির সরকারি হিসেবে বলা হয়েছে, শুক্রবার ২৪ ঘন্টায় নতুন করে ১৬ হাজার ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ চার হাজার ২০৩ জনে।
সরকার পরিচালিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ (এনএইসিডি) তার দৈনিক সর্বশেষ তথ্যে জানিয়েছে, আক্রান্তের এ সংখ্যায় সংক্রমণের হার দাঁড়ায় ২৪.৩ শতাংশে।
শুক্রবার সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭২ শতাংশের আক্রান্তের খবর পাওয়া গেছে গুয়েটং প্রদেশে। এখানে আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৫৫৩ জন। তবে গত সপ্তাহে ওমিক্রন শনাক্ত হওয়ার পর জোহানেসবার্গ হয়ে উঠছে করোনা সংক্রমণের মূল কেন্দ্র।
এদিকে সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। শুক্রবারের ২৫ জনসহ দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৯৪৪ জনে।