মালয়েশিয়ায় শনিবার নতুন করে চার হাজার ৮৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৫৪ হাজার ৪৭৪ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
মালয়েশিয়ায় নতুন করে মারা গেছে ৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৭৪ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, নতুনদের মধ্যে ১৮ জন বাইরে থেকে আক্রান্ত হয়েছেন। বাকী চার হাজার ৮৭৮ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
দেশটিতে ৭৯.২ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে। পূর্ণ ডোজ গ্রহণকারীর সংখ্যা ৭৭.৯ শতাংশ।