অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলর কার্ল নেহামার সোমবার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।গত কয়েক মাসের মধ্যে তিনি দেশের তৃতীয় সরকার প্রধান হিসেবে শপথ নিলেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নেহামার (৪৯) ভিয়েনার হফবার্গ প্রাসাদে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের উপস্থিতিতে শপথ গ্রহন করেন।