বেনিনের বিরোধী দলীয় নেতা ও সাবেক আইনমন্ত্রী রেকিয়া মাদৌগৌকে শনিবার ২০ বছরের কারাদ- দেয়া হয়েছে। রাজধানী পর্তো-নভোতে বিশেষ আদালত সন্ত্রাসবাদের দায়ে তাকে এ সাজা দেয়। খবর এএফপি’র।
শুক্রবার ২০ ঘণ্টারও বেশি সময় ধরে মামলার শুনানির পর ইকোনমিক ক্রাইম অ্যান্ড টেরোরিজম কোর্ট বা ক্রিয়েট সন্ত্রাসবাদমূলক কর্মকা-ে জড়িত থাকার দায়ে ৪৭ বছর বয়সী মাদৌগৌকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়া হয়। এ আদালত মঙ্গলবার বিরোধী দলীয় আরেক নেতাকে ১০ বছরের কারাদ- দেয়।
সমালোচকরা বলছেন, বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাতে প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের সরকার ২০১৬ সালে প্রতিষ্ঠা করা ক্রিয়েট আদালতকে ব্যবহার করে আসছে।