যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে আমাজানের ওয়্যারহাউসে ভয়ংকর টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয় জনের মৃত্যুতে শনিবার আমাজান প্রধান এ ঘটনাকে “হৃদয়বিদারক” হিসেবে বর্ণনা করেছেন।
বেজোস এক টুইটে বলেন, “এডওয়ার্ডসভিলের খবরটি দু:খজনক।” এই শহরে আমাজানের ওয়্যারহাউসটি রয়েছে, সেখানে কর্মচারীরা ক্রিসমাসের আগে রাতের শিফটে কাজ করছিলেন।
টুইটে তিনি বলেন, “সেখানে আমাদের সহকর্মীদের প্রাণহানি হৃদয়বিদারক এবং আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে রয়েছে।”