যুক্তরাজ্য সরকার বুধবার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লাখ ৬ হাজার ১২২ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো ব্রিটেনে কোভিড-১৯ রোগে সংক্রমণ লাখ ছাড়ালো। খবর এএফপি’র।
খবরে অঅরো বলা হয়, মহামারি করোনাভাইরাসে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে এ মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৭৩ জন প্রাণ হারিয়েছে এবং ১১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
এমন ভয়াবহ পরিস্থিতিতে ব্রিটেন সরকার জনগণকে তৃতীয় ডোজ ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছে এবং এ পর্যন্ত দেশটির তিন কোটিরও বেশি মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছে।