ইরানের শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, এ সপ্তাহে সামরিক মহড়ায় নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার মহড়ার চতুর্থ ও শেষ দিনে একই সঙ্গে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।
এই ঘটনার পর দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেইন সালামি বলেছেন, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি।
খবর, ইরান গত চারদিনের মহড়ায় দীর্ঘ, মধ্য ও স্বল্প পাল্লার ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ওই মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান জানান, এই মহড়া ইসরায়েলের জন্য সরাসরি সতর্ক বার্তা। তবে ইরানের প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এটি শান্তির বার্তা দিয়েছে বলে মনে করেন তিনি।