রাশিয়া শনিবার ইউক্রেন সীমান্তের কাছে ১০ হাজারের বেশী সৈন্যের মাসব্যাপী মহড়া শেষ করেছে। মস্কো সাবেক সোভিয়েত প্রতিবেশী ইউক্রেন আক্রমনের পরিকল্পনা করছে- পশ্চিম ইউরোপের এমন অভিযোগের মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রনালয় এক বিবৃতিতে জানিয়েছে, মহড়ার উদ্দেশ্যে সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক ফোর্স রোসতভ, ক্রাসনোদার এবং ক্রিমিয়াসহ দক্ষিণাঞ্চলে এই সেনা মোতায়েন করা হয়, ২০১৪ সালে রাশিয়া এসব অঞ্চল ইউক্রেন থেকে জব্দ করে। তবে স্ট্রাভোপল, স্ট্রাাকহান, উত্তর ককেসাস প্রজাতন্ত্র এমনকি রাশিয়ার ককেসাস মিত্র আর্মেনিয়ায়ও এই মহড়া অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রনালয় জানায়, সৈন্যরা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে, তাদের নতুন বছরের ছুটির জন্য প্রস্তুত করা হবে।
কিয়েভের অনুমিত হিসাবে ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ান সেনা সংখ্যা অক্টোবরের ৯৩ হাজার থেকে বর্তমানে ১ লাখ ৪ হাজারে দাঁড়িয়েছে।