ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বিদেশগামীদের কোভিড-১৯ শনাক্তকরণের জন্য আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। যাত্রীদের বিমান ছাড়ার ৬ ঘণ্টা আগে বিমান বন্দরে উপস্থিত থাকতে বলা হলেও নমুনা দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই করোনার ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে।
আজ সোমবার দুপুর থেকে ল্যাবটিতে করোনা পরীক্ষা শুরু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। এরআগে গতকাল রোববার ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আরব আমিরাতগামী যাত্রীদের পিসিআর টেস্ট চালু হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে বিমান যাত্রীদের করোনা পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। বিমানের সূচি অনুযায়ী, প্রতিদিনি রাত ১টা থেকে পরের দিন রাত ৮টা পর্যন্ত একটানা করোনা পরীক্ষা চলবে।
তিনি বলেন, পিসিআর ল্যাব চালুর মধ্যে দিয়ে সংযুক্ত আরব আমিরাতগামীদের আর ঢাকায় যাওয়া-আসার ভোগান্তিতে পড়তে হবে না। ঢাকার শাহ জালাল বিমানবন্দরের পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর দিয়ে সরাসরি ফ্লাইটে আরব আমিরাতে যেতে পারবেন যাত্রীরা।
ডা. হাসান শাহরিয়ার বলেন, কোভিড-১৯ পরীক্ষার জন্য ল্যাবে বিএমইটি স্মার্টকার্ডধারী বিদেশ যাত্রীদের (সংযুক্ত আরব আমিরাতগামী) কোনো ধরনের ফি দেওয়ার প্রয়োজন নেই। তবে সংযুক্ত আরব আমিরাতগামী সাধারণ যাত্রীদের ১ হাজার ৬০০ টাকা ফি দিতে হবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, আজ দুপুর ১২টা থেকে চট্টগ্রাম বিমানবন্দরের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। করোনা পরীক্ষা করা যাত্রীদের রাত ৮টার ফ্লাইটে আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat