দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার বলেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বাসায় আইসোলেশনে রয়েছেন। খবর পিটিআই’র।
মুখ্যমন্ত্রী গত কয়েক দিনে তার সংস্পর্শে আসা মানুষদের কোয়ারেন্টাইনে থাকার এবং করোনাভাইরাস পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।
মি. কেজরিওয়াল টুইটার বার্তায় বলেন, ‘আামি পরীক্ষায় কোভিড পজিটিভ। আমার হালকা করোনাভাইরাস উপসর্গ দেখা দিয়েছে। আমি বাসায় নিজে আলাদা রয়েছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা অনুগ্রহ করে নিজে আলাদা থাকেন এবং করোনাভাইরাস পরীক্ষা করান।’