ইতালির সরকার বুধবার বলেছে, তারা করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলার লক্ষ্যে ৫০ বছরের বেশি বয়সের প্রত্যেকের জন্য কোভিড-১৯ প্রতিরোধী টিকাদান বাধ্যতামূলক করা হচ্ছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিপরিষদের বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী মারিও দ্রাগি বলেন, ‘আমরা করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে এবং ইতালির যেসব নাগরিক এখনো টিকা নেননি তাদেরকে উৎসাহিত করতে চাই।’ আর ওই বৈঠকেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।