বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ কোটি এবং মৃতের সংখ্যা ৫৫ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। খবর তাসের।
সর্বশেষ উপাত্ত অনুযায়ী, বিশ্বে কোভিড-১৯ রোগে মোট ৩৩ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৭০৭ জন আক্রান্ত ও ৫৫ লাখ ৫১ হাজার ৩১৪ জন প্রাণ হারিয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে বিশ্বব্যাপী ৩১ লাখ ৫৬ হাজার ৯৮৬ জন আক্রান্ত ও ৬ হাজার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে।
গত ১২ জানুয়ারি করোনা ভাইরাসে প্রাত্যহিক আক্রান্তের একটি নতুন রেকর্ড সৃষ্টিহয়। ওই দিন মোট ৩৫ লাখ ১৯ হাজার ১৫৮ জনের কোভিড-১৯ রোগ সনাক্ত হয়।
করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র প্রথম অবস্থানে রয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট ৬৬,২৫৪,৮৮৮ জন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে ৩৭,৯০১,২৪১ জন আক্রান্ত হয়েছে। এর পর যথাক্রমে ব্রাজিলে ২৩,০৭৪,৭৯১ জন, যুক্তরাজ্যে ১৫,৩৯৯,৩০৪ জনও ফ্রান্সে ১৪,৩৪৬,৪২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ মহামারিতে মৃতের সংখ্যার দিক থেকেও যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ৮৪৬,৬৪৭ জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন।