মেক্সিকোতে বুধবার নতুন করে ৬০ হাজারের বেশি মানুষ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এক দিনের হিসাবে এটি একটি নতুন রেকর্ড। সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
এদিকে এ ভাইরাসে একেবারে পর্যুদস্ত দেশটি বর্তমানে অমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রান্ত সংক্রমণের চতুর্থ ঢেউ মোকাবেলা করছে। খবর এএফপি’র।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৬০ হাজার ৫৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত এক দিনের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। মহামারি শুরুর পর থেকে এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে প্রায় ৪৫ লাখে দাঁড়ালো।
মেক্সিকোর সরকারি হিসাবে দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩০২,১১২ জনে দাঁড়ালো। এ সংখ্যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ।
অতিসংক্রামক অমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেয়ার এবং বছর সমাপ্তের ঐতিহ্যগত পারিবারিক মিলন মেলার পর বিশ্বের অন্যন্য দেশের মতো মেক্সিকোতেও করোনা ভাইরাস সংক্রমণের নতুন ঢেউ ছড়িয়ে পড়েছে।
তবে প্রতিদিনের হিসাবে মৃতের সংখ্যা আগের ঢেউয়ের সর্বোচ্চ চূড়ার তুলনায় বর্তমানে অনেক কম রয়েছে।