আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমান সার্কিসিয়ান রোববার বলেছেন, তিনি তার একেবারেই প্রতীকী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাতীয় সংকট চলাকালে প্রভাব খাটানোর ক্ষেত্রে তার দপ্তরের অপারগতার কথা উল্লেখ কওে তিনি তার পদত্যাগের এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে সার্কিসিয়ান বলেন, ‘দেশের প্রেসিডেন্ট হিসেবে চার বছর সক্রিয় দায়িত্ব পালনের পর আমি দীর্ঘ সময় ধরে ভেবেচিন্তে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘জনসাধারণের এবং দেশের কঠিন সময়ে বিদেশ ও দেশের অভ্যন্তরীণ নীতিমালা প্রণয়নের গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের কোন ভূমিকা নেই।’