ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের সরং শহরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে সরং পুলিশ প্রধান আরি নিয়োতো সেশিয়াওয়ান বলেন, ‘গত রাত (সোমবার) ১১ টায় এ ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এটি ছিল একটি দীর্ঘস্থায়ী সংঘাত। শনিবার ঘটা এক সংঘর্ষের জের থেকে এটি ঘটে।’