সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগুনে পুড়ে সর্বস্ব হারানো উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা পূর্বপাড়া গ্রামের দুস্থ দিনমজুর কাফি প্রামানিকের পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। রবিবার ওই পরিবারের জন্য তার ব্যক্তিগত সহকারি মীর আরিফুল ইসলাম উজ্জলের মাধ্যমে ২বান্ডিল ডেউ টিন, শীতবস্ত্র, নগত ৫ হাজার টাকা, শুকনো খাবার ও কাঁচা বাজার সহ এক মাসের খাদ্য সামগ্রী প্রেরণ করেন। উল্লেখিত বস্তু গুলো পেয়ে কাফি প্রামানিক ও তার পরিবারবর্গ খুশি হয়ে সংসদ সদস্য তানভীর ইমাম এর জন্য দোয়া করেন ।
মোঃ কাফি প্রামানিক (৪৫)এর নিত্য সঙ্গি অভাব অনাটনের মধ্যে চলছে তার সংসার। তার সংসারে দুই দুটো ছোট ছোট ছেলে রয়েছে। ছোট দু’চালা ঘরে কোন রকমে জীবন জাপন করছিল। ভাগ্যের নির্মম পরিহাস গত ২২ জানুয়ারী একই ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে যায় কাফি। গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ শর্টসার্কিটের কারণে তাঁদের ঘরে আগুন লেগে যায় এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। দ্রুত স্ত্রী- সন্তান নিয়ে কোনভাবে ঘর থেকে বের হলেও আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি তার ঘরের আসবাব পত্রসহ কোন কিছুই। দিন মজুর কাফি প্রামাণিক দিন মজুরি করে দিনাতিপাত করছিল।
বর্তমানে কৃষক কাফি প্রামাণিক ও তার স্ত্রী, ২ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই গুজিয়েছে।
খুবই কষ্টে দিনপার করছিনেন খেয়ে না খেয়ে। বিষয়টি জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে এসে দাড়ালেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
তিনি রবিবার ওই পরিবারের জন্য তার ব্যক্তিগত সহকারি মীর আরিফুল ইসলাম উজ্জলকে দিয়ে বাসস্থান তৈরির জন্য ২ বান্ডিল ডেউ টিন, শীতবস্ত্র, নগত ৫ হাজার টাকা, শুকনো খাবার ও কাঁচা বাজার সহ এক মাসের খাদ্য সামগ্রী প্রেরণ করেন ।