সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ বেলাল হোসেন গ্রেফতার । বুধবার সন্ধ্যায় পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লা থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে । এ সময় সে মাগরিবের নামাজ শেষে তার ঘোষগাতী মহল্লার বাড়িতে যাওয়ার পথে তাকে গ্রফতার করা হয়েছে ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান গত ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে । এতে উভয় দলই সিরাজগঞ্জ সদর থানায় মামলা করে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে ।
উল্লেখ্য গত পৌরসভার মেয়র নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না-পেয়ে বেলাল হোসেন সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন । এতে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেনা।