ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনা সত্ত্বেও ওয়াশিংটন আশাবাদের কোন কারণ দেখছে না ।
পেন্টাগণ মুখপাত্র জন কিরবি রোববার ফক্স নিউজ সানডে’কে জো বাইডেন ও ভøাদিমির পুতিনের মধ্যকার শনিববারের ঘন্টাব্যাপী ফোনালাপের একটি গভীর পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, এটি সবকিছু সঠিকভাবে চলার নিশ্চিত কোন আভাস দিচ্ছে না। পুতিন সামরিক উত্তেজনা কমাবেন এমন কোন লক্ষণও মিলছে না। এছাড়া তিনি কূটনৈতিক পথে এগিয়ে যাবেন তার এমন কোন পুনঃপ্রতিশ্রুতিরও আভাস মিলছে না।
তিনি বলেন, সুতরাং এটি আমাদের আশাবাদের কোন কারণ দেখাচ্ছে না।
এদিকে মার্কিন কর্মকর্তারা সম্প্রতি ইউক্রেনে রুশ হামলার বিষয়ে একের পর এক সতর্ক বার্তা দিয়ে যাচ্ছেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএনকে রোববার বলেছেন, যে কোন দিনই রাশিয়া ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে।
এমনকি তিনি নির্দিষ্ট করে রাশিয়া বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলেও উল্লেখ করেন।
ইউক্রেন সংকট নিয়ে বাইডেন দেশটির প্রেসিডেন্ট ভলদমির জেলোনেস্কির সাথে কয়েক ঘন্টার মধ্যেই আলোচনা করতে যাচ্ছেন।
এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেন সংকট নিয়ে কথা বলতে কিয়েভ ও মস্কো যাওয়ার প্রস্তুতির মধ্যেই বলেছেন, রাশিয়া হামলা চালালে অবিলম্বে জার্মানী ও তার ন্যাটো মিত্ররা মস্কোর ওপর অবরোধ আরোপ করবে।
লন্ডনে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ব্যাপক কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও রাশিয়া ইউক্রেন সীমান্তে তার সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। এটি থামছে না, অব্যাহতভাবেই চলছে।