ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০২-২০
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অমর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে ঘিরে সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের শহীদ মিনারগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এবছর সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও নিরাপত্তা, শৃঙ্খলা ও সতর্কতার স্বার্থে কঠোর নিরাপত্তা বলয়ের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে র‌্যাব ডিজি বলেন, রাজধানীসহ সারাদেশের শহীদ মিনারগুলোতে সর্বোচ্চ নিরাপত্তায়  থাকবে র‌্যাবের ৭শ’টি টহল টিম এবং দু’হাজার ৮২৬ জন র‌্যাব সদস্য।  এছাড়া যেকোনো ধরনের অপতৎপরতা রোধে সারাদেশে র‌্যাবের নজরদারি বাড়ানো হয়েছে।
ডিজি র‌্যাব আজ রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
র‌্যাব সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তাসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
র‌্যাব মহাপরিচালক বলেন, ঢাকার ভেতরে র‌্যাবের টহল টিম থাকবে ৩২৩টি। এ সময় এক হাজার ২২২ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঢাকার বাইরে থাকবে ৩৭৭টি টহল টিম এবং  সারাদেশে এক হাজার ৬০৪ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে মোট ৭শ’ টহল টিম এবং দু’হাজার ৮২৬ জন র‌্যাব সদস্য মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকালে নিয়োজিত থাকবেন।
তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি  কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র‌্যাবের টহল দলে থাকবে ৩৬টি পিকআপ (ভিভিআইপি এস্কর্ট) ও ২০টি মোটরসাইকেল, ৫০টি সিসি ক্যামেরা ও একটি এলইডি প্যানেল। এছাড়া এ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ২টি অবজারভেশন পোস্ট, ২টি করে বোম্ব ও ডগ সুইপিং দল রাখা হবে। এছাড়া ২৩০টি গোয়েন্দা ও ২৪টি স্পেশাল ফোর্সও থাকবে এ এলাকায়। বিশেষ নজরদারি, গোয়েন্দা কার্যক্রম ও স্পেশাল অ্যাকশনের জন্য প্রস্তুত থাকবে ২৫৪ জনের একটি দল। 
এবছর ২১ ফেব্রুয়ারি উদযাপনকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন,  যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে র‌্যাব। এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকবে র‌্যাবের সর্বোচ্চ নজরদারি।
র‌্যাব ডিজি বলেন, সাদা পোশাকে ও পোশাকধারী র‌্যাব সদস্যরা সারাদেশে শহীদ মিনার ও দিবস কেন্দ্রিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। শহীদ মিনারে শ্রদ্ধা জানতে আসা নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে। 
র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত রয়েছে উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, র‌্যাব সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে, থাকবে টহল দলও।  সাদা পোশাকে এবং পোশাকি সদস্যরাও দায়িত্বে নিয়োজিত থাকবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট ও স্ট্যাটিক ডিউটি মোতায়েন করা হয়েছে। বোম্ব ডিজপোজাল ইউনিট, স্ট্যান্ডবাই ফোর্সের পাশাপাশি র‌্যাবের মেডিকেল টিমও থাকবে। এছাড়াও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স টিম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও সারাদেশে কৌশলগত স্থানে সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনার এলাকায় সুইপিং করা হয়েছে। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। 
অপর এক প্রশ্নের জবাবে ডিজি র‌্যাব বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবাইকে শহীদ মিনারে আসতে হবে। শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য করোনার সময়ে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরন করার জন্য আগতদের প্রতি অনুরোধ  জানিয়েছেন তিনি।
প্রয়োজনে যে কোনো তথ্য বা সমস্যায় র‌্যাবের সাহায্য পেতে ০১৭৭৭৭২০০২৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat