মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন মঙ্গলবার বলেছেন, তিনি এ সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিতব্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সাথে তার নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করায় তিনি এ বৈঠক বাতিল করলেন। খবর এএফপি’র।
ব্লিনকেন বলেন, ‘বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন চালানো শুরু করে দিয়েছে। আর এর মধ্যদিয়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে মস্কো কূটনৈতিক আলোচনার পথ পুরোপরি প্রত্যাখান করেছে। ফলে এখন এ বৈঠকের আয়োজন করা অর্থহীন।’
আগামী বৃহস্পতিবার জেনেভায় ব্লিনকেন ও লেভরভের এ বৈঠক করার কথা ছিল। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের হুমকি প্রশমনের আশায় গত সপ্তাহে এ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়।
ব্লিনকেন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ইতোমধ্যে আগ্রাসন শুরু হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ‘পুরো ইউক্রেন নিয়ন্ত্রণের ব্যাপারে ইতোমধ্যে তার পরিকল্পনা ঘোষণা করেছেন।