আগামী শনিবার ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ সিটির ৬৭৫টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিচালিত হবে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
প্রতি ওয়ার্ডে ৯টি করে কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে।
প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচালিত হতে যাওয়া এই কার্যক্রমে মোট ৩ লাখ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার সরকার সারাদেশের ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরপর টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ রাখা হবে। তখন দ্বিতীয় ও তৃতীয় ডোজ প্রয়োগে জোর দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।