ইউক্রেনের সেনাবাহিনী শনিবার বলেছে, তারা রাজধানী কিয়েভের একটি প্রধান এভিনিউতে রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে।
ইউক্রেনের সেনাবাহিনী তার ভেরিফায়েড ফেসবুকে বলেছে, রাশিয়া “কিয়েভের বিজয় এভিনিউতে একটি সামরিক ইউনিটের ওপর হামলা চালিয়েছে, ইউক্রেন সেনারা এই হামলা প্রতিহত করেছে। তবে ঠিক কোথায় এই হামলার ঘটনা ঘটেছে তা উল্লেখ করেনি।