ইউক্রেন ও রাশিয়ার আলোচকরা পরামর্শ করার জন্য তাদের রাজধানী কিয়েভ ও মস্কোতে ফিরে যাবেন এবং তাদের দ্বিতীয় দফা আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে।
গত সপ্তাহে যুদ্ধ বেধে যাওয়ার পর সোমবার উভয় পক্ষ আলোচনায় বসার ঘোষণা দেয়। খবর এএফপি’র।
ইউক্রেনের আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেন, ‘প্রতিনিধিরা পরামর্শ করার জন্য তাদের নিজের দেশের রাজধানীতে ফিরে যাচ্ছেন এবং তারা যত দ্রুত সম্ভব দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলেন।’
রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভøাদিমির মেদিনস্কি বলেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত রয়েছি।’