যুক্তরাষ্ট্রের একটি গির্জায় সোমবার বাবার ছোড়া গুলিতে তার তিন শিশু নিহত হয়েছে। পরে সে নিজে গুলি করে আত্মহত্যা করে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
এদিকে ক্যালিফোর্নিয়ার সাক্রেমান্টর কাছে ওই ঘটনায় পঞ্চম এক ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তি আত্মীয় ছিলেন কিনা তা জানা যায়নি। তবে পুলিশ জানায় এটি একটি ‘পারিবারিক ঘটনা’ ছিল।
সাক্রেমান্ট কাউন্টি শেরিফের দপ্তরের সার্জেন্ট রড গ্রাসম্যান সাংবাদিকদের বলেন, নিহত তিন শিশুর সকলের বয়স ১৫ বছরের কম।
তিনি বলেন, ‘আজ বিকেল ৫:০৭টায় আমাদেরকে জানানো হয় যে ওই গির্জার ভিতরে গুলির ঘটনা ঘটেছে।’
‘আমরা সেখান থেকে বয়স্ক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। সে গুলি করে ১৫ বছরের কম বয়সের তার তিন শিশুকে হত্যা করে। পরে সেও আত্মহত্যা করে।
‘সেখানে মারা যাওয়া পঞ্চম ব্যক্তি তাদের আত্মীয় কিনা তা আমি জানিনা।’
পুলিশ জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায়শই এ ধরনের হত্যার ঘটনা ঘটে থাকে।