রুশ সেনাবাহিনী মঙ্গলবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের উপকন্ঠে পৌঁছে গেছে। মস্কো নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কাছেই শহরটির অবস্থান।
নগরীর মেয়র এ কথা জানিয়ে বলেছেন, সৈন্যরা নগরীর উপকন্ঠে চেকপয়েন্ট বসাচ্ছে।
মেয়র ইগর কলিখায়েভ বলেন, খেরাসনের প্রবেশ মুখে রুশ সৈন্যরা চেকপয়েন্ট বসাচ্ছে। তিনি বলেন, খেরসন ইউক্রেনের সাথে ছিল এবং থাকবে।