রাশিয়া বুধবার জানিয়েছে যে ইউক্রেনে রাশিয়ার ৪৯৮ সৈন্য নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে দেশটিতে আগ্রাসন শুরু করার পর থেকে এই প্রথম তারা তাদের পক্ষের মৃত্যুর সংখ্যা জানালো। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র ইগোর কেনাশেনকভ বলেন, ইউক্রেনে যুদ্ধের ‘দায়িত্ব পালন করতে গিয়ে রাশিয়ার ৪৯৮ সৈন্য প্রাণ হারিয়েছেন।’
তিনি আরো বলেন, এই যুদ্ধে আরো ‘এক হাজার ৫৯৭ কমরেড আহত হয়েছেন।’