ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০৩-০৫
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সম্প্রতি লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। ব্রিটিশ মিউজিয়ামে এই প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হলো। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়। 
কর্মসূচীর অংশ হিসাবে ব্রিটিশ মিউজিয়ামটি বাংলাদেশের লাল-সবুজ রংয়ের জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, আজ থেকে ৫০ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মোহনি নেতৃত্বে বাংলাদেশের বীর মুক্তিসেনাদের আত্মত্যাগে আমাদের স্বাধীনতা অর্জিত হয় এবং একটি গণতান্ত্রিক,  অসাম্প্রদায়িক ও  প্রগতিশীল রাষ্ট্রের ্অভ্যুদ্যয় ঘটে।  তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এশিয়ার অন্যতম একটি সম্মৃদ্ধ ও টেকসই রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। হাইকমিশনার ব্রিটিশ বাংলাদেশ সম্প্রদায়ের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্রিটিশ বাংলাদেশী সম্প্রদায়  ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং কমনওয়েলথভুক্ত দুই রাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখছে। 
অনুষ্ঠানে বিরোধি দলীয় নেতা এবং সংসদ সদস্য স্যার কিয়ার স্টারমার বলেন, লেবার পার্টি প্রধানমন্ত্রী হ্যারোল্ড উইলসনের সঙ্গে  বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক ছিল। তিনি বলেন, দু’দেশের মধ্যকার এই সম্পর্ক আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। তিনি ২০১৬ সালে তাঁর বাংলাদেশ সফরের উল্লেখ করে আবারো বাংলাদেশ সফরে আসার ব্যাপরে আশাবাদ ব্যাক্ত করেন। 
স্যার কিয়ার বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রিটিশ মিউজিয়ামে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ”বঙ্গবন্ধু এবং ব্রিটেন : বাংলাদেশ ৫০” শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। 
অনুষ্ঠানে লন্ডনের মেয়র সাদিক খান বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং প্রবাসী বাংলাদেশীরা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও তারা উল্লেখযোগ্য ইতিরাচক ভূমিকা রাখছেন। 
অনুষ্ঠানে ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হাটউইগ ফিসার বলেন, আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে সম্মানিত বোধ করছি, কারন এই মিউজিয়ামটি  যুক্তরাজ্যের এক নম্বর দর্শনার্থী আকর্ষনকারী স্থান। অনুষ্ঠানে ক্যামডেন কাউন্সিলের নেতা এবং মুক্তিযোদ্ধা ও ব্রিটিশ বাংলাদেশী মাহমুদ হাসান এমবিইও বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিরোধি উপনেতা অ্যাঞ্জেলা রায়নার এমপি, বারোনেস পলা উদ্দিন, রোসনারা আলী এমপি, ক্যাথেরিন ওয়েস্ট এমপি,স্যার আখলাক চৌধুরী, ব্রিটিশ হাইকোর্টের সাবেক জজ রবার্ট ইভেন্স প্রমুখ। 
পরে অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশী শিল্পীরা নৃত্য ও সঙ্গিত পরিবেশন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat