ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় ৫০ কিলোমিটর পশ্চিমে মকারিভে সোমবার একটি বেকারি কারখানায় গোলার আঘাতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। ইউক্রেনের উদ্ধার সার্ভিস একথা জানায়। খবর এএফপি’র।
টেলিগ্রামে দেয়া এক বার্তায় উদ্ধার কর্মীরা বলেছেন, গোলা বর্ষণের সময় ওই বেকারি কারখানা এলাকার মধ্যে প্রায় ৩০ জন ছিলেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে পরক্ষণেই বার্তাটি মুছে ফেলা হয়।